Monday, December 23, 2024

রাস্তায় নেচে ভিডিও পোস্ট, দুই ইরানি তরুণী গ্রেপ্তার

আরও পড়ুন

ইরানের রাজধানী তেহরানের রাস্তায় জনসম্মুখে নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা দুই তরুণীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার ওই দুই তরুণী পারসিয়ান নববর্ষ নওরোজকে বরণ করে নিতে নেচেছিলেন। খবর আরব নিউজের

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই তরুণীর নাচার ভিডিও ভাইরাল হয়েছে। ওই দুই তরুণী ইরানের রাজধানী তেহরানের উত্তরাংশে অবস্থিত তাজরিশ স্কয়ারে কোমর দুলিয়েছেন- এমনটাই দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, ওই দুই তরুণী ইরানি সংস্কৃতির বিখ্যাত কাল্পনিক চরিত্র হাজি ফিরোজের পোশাকের মতো করে লাল রঙা পোশাক পরে কোমর দোলাচ্ছেন।

আরও পড়ুনঃ  সব ধরনের পণ্যের দাম কমিয়ে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেহরানের কৌঁসুলি ওই দুই নারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তাজরিশ স্কয়ারে নাচার মাধ্যমে ওই দুই তরুণী সামাজিক মূল্যবোধ ভেঙেছেন।’

উল্লেখ্য, ইরানে আগামী ২০ মার্চ ইরানের নওরোজ অনুষ্ঠান পালিত হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ