ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
এর আগে রবিবার (২৬ জানুয়ারি) পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন, জানিয়েছেন ওই পুুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লিখেছেন, ‘সেই ভালো খবরটার কথা বলছিলাম।’
পিনাকী আরও লিখেছেন, ‘মনে আছে রামপুরায় ছাদে ঝুলে লুকিয়ে ছিল একজন ছাত্র। উপর থেকে গুলি করেছিল পুলিশ। সেই পুলিশের এস আই চঞ্চল সরকারকে আইডেন্টিফাই করা হয়েছে, তারপর ধাওয়া করে ধরা হয়েছে খাগড়াছড়িতে। তিনি স্বীকারোক্তিও দিয়েছেন।’
এ সম্পর্কে পরে বিস্তারিত জানাবেন পিনাকী তা উল্লেখ করে লিখেছেন, ‘এটা একটা অবিশ্বাস্য গোয়েন্দা কাহিনী। পরে জানাবো এই অবিস্মরণীয় কাজটা সরকারের বিশেষায়িত টিমের কে কে করেছেন। প্রাউড অব ইউ কমরেডস। ইনকিলাব জিন্দাবাদ।’
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুলে ছিলেন।
ঘটনাটি ঘটে গত ১৯ জুলাই। ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে। ভুক্তভোগী তরুণের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুফুর বাসায় থেকে কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। সেদিন ঘটনায় অবশ্য তিনি বেঁচে গিয়েছিলেন।