Monday, December 23, 2024

রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, পড়তে পারে শিলাও

আরও পড়ুন

রাতেই দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির শঙ্কাও রয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পুটয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেড়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  বেইলি রোডের আগুনে প্রাণ গেল সাংবাদিকের

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  বিএসএমএমইউতে তুলকালাম, বিদায়ী ভিসির সমর্থকদের পিটুনি

পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার আভাসে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাসের কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ওমরাহ করতে গিয়ে দেশে ফেরেননি ৫৬৮ জন

এদিকে বুধবার কিশোগঞ্জের নিকলিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ