Monday, December 23, 2024

যে কারণে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত

আরও পড়ুন

তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ ও মাদ্রাসা রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে। এ ছাড়া ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা শনিবার স্কুল খোলা রাখা সংক্রান্ত নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, তাপপ্রবাহ এবং নানা কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

আরও পড়ুনঃ  ১৭ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয় এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।

এর আগে গত ২০ এপ্রিল দেশব্যাপী বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ