Friday, January 24, 2025

মোহাম্মদপুরে নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম পড়ে পথচারীর মৃত্যু

আরও পড়ুন

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোড এলাকায় নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মো. হাসান (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে সাত মসজিদ এলাকায় ভাড়া থাকেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কর্ণফুলীতে পুড়ে ছাই ১৮ পরিবারের বসতঘর

নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে ওই ব্যক্তি নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ