Tuesday, December 24, 2024

মোদির শপথের সময় রাষ্ট্রপতি ভবনে ‘রহস্যময়’ প্রাণী

আরও পড়ুন

তৃতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানে বিদেশী রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি এবং চলচ্চিত্র তারকাসহ আট হাজার অতিথি উপস্থিততে শপথ নেন মোদি। কিন্তু ক্যামেরায় ধরা পড়া এক অনামন্ত্রিত অতিথি ‘রহস্যময়’ প্রাণীর ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওটির বিষয়ে এনডিটিভি রাষ্ট্রপতি ভবনের কাছে জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি।

ভিডিওটিতে দেখা যায়, চিতাবাঘ সদৃশ একটি বিশালাকার বিড়ালের মতো প্রাণী দেখা যায়, যখন বিজেপি বিধায়ক দুর্গা দাস উইকে শপথ প্রক্রিয়া শেষ করার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ‘ইসকন’ বিশ্বের যেসব দেশে নিষিদ্ধ

সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেন, ‘এটি কী চিতাবাঘ ছিল নাকি বিশালাকারের সাধারণ বিড়াল ছিল? নাকি কুকুর? ভিডিও ক্লিপটিতে ধরা পড়া প্রাণীর সঙ্গে বন্যপ্রাণীর হাঁটার অনেক মিল রয়েছে। কেউ আবার মন্তব্য করছেন, এটি সম্ভবত সম্পাদনা করা হয়েছে। কীভাবে কেউ (নিরাপত্তা বাহিনীর) এটি খেয়াল করেনি। দেখতে বড় বিড়ালের মতো।’

আরেকজন বলেন, ‘লেজ এবং চলাফেরার ধরন দেখে বলা হচ্ছে এটি একটি ভয়ংকর চিতাবাঘ ছিল। সেখানে উপস্থিত সবাই সত্যিই ভাগ্যবান যে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুনঃ  সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার

আরেকজন মন্তব্য করেন, ‘আপনি এখানে প্রথম ৫ সেকেন্ডের মধ্যে এটি লক্ষ্য করতে পারেন, সম্ভবত একটি গৃহপালিত বিশালাকারের বিড়াল।’

রোববার টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। তাকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির পরেই মন্ত্রী হিসেবে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী লখনউয়ের সংসদ সদস্য রাজনাথ সিংহ, পরে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর একে একে নীতিন গড়করি, জগত প্রকাশ (জেপি) নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর এবং মনোহর শপথগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রবিবারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে আলটিমেটাম

রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরের অতিথিদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন। জমকালো এই শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ