Monday, January 13, 2025

মাহফিলে ‘তুমি’ বলে সম্বোধন করায় ব্যাপক সমা*লোচনা, যা বললেন আজহারী

আরও পড়ুন

সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে মাহফিল চলাকালীন আজহারীর শ্রোতাদের ‘তুমি’ বলে সম্বোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতের এই মাহফিলে লক্ষাধিক মানুষের ভিড় জমে। তবে, মাহফিল চলাকালীন সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে আজহারী মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন। মোনাজাতের আগে তিনি বলেন, ‘সিলেট, আজকে যা করলা, মনে থাকবে।’

আরও পড়ুনঃ  ঘুরতে গিয়ে বাবার কাঁধে সন্তানের লাশ

দুই দিন ধরে ‘তুমি’ সম্বোধন নিয়ে সমালোচনা চলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন মিজানুর রহমান আজহারী। তিনি লেখেন— আমি সাধারণত শ্রোতাদের ‘আপনি’ বলে সম্বোধন করি। তবে তরুণ বা কিশোর শ্রোতাদের ক্ষেত্রে কখনো ‘তুমি’ বলি। ঢালাওভাবে কখনো ‘তুমি’ সম্বোধন করি না।

আজহারী আরও জানান, সময়ের পরিবর্তনে মাহফিলের শ্রোতাদের গড় বয়স কমেছে। আগে যেখানে পঞ্চাশোর্ধ্ব মুরুব্বিরা বেশি থাকতেন, এখন তরুণ প্রজন্ম বা জেন-জি শ্রোতারা বেশিরভাগ। তিনি বলেন— তরুণ প্রজন্ম ‘আপনি’-র চেয়ে ‘তুমি’ সম্বোধনে বেশি আনন্দিত হয়। এতে তাদের সঙ্গে সহজেই কানেক্ট হওয়া যায়। মূলত তাদের বেশি আপন করতেই আমি স্নেহভরে ‘তুমি’ বলি।

আরও পড়ুনঃ  রাসেলস ভাইপার মারতে পারলেই ৫০ হাজার টাকা পুরস্কার!

মাহফিল চলাকালে সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করতে বারবার চেষ্টা করেন মাওলানা আজহারী। একপর্যায়ে তিনি বলেন— আমাকে দুই মিনিট সময় দিন, সব শেষ করে দেব। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি বিরক্তি প্রকাশ করে মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করেন।

শনিবারের মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে মঞ্চের কাছাকাছি থাকা দর্শকদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আয়োজকদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হওয়ায় মাহফিল সংক্ষিপ্ত করতে বাধ্য হন আজহারী।

আরও পড়ুনঃ  ‘ইসলামী ব্যাংকে অনুসন্ধান’ যা বললেন হাইকোর্ট

তরুণ প্রজন্মের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন ও তাদের প্রতি স্নেহের বহিঃপ্রকাশ হিসেবে মাওলানা মিজানুর রহমান আজহারীর ‘তুমি’ সম্বোধন সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, তার ব্যাখ্যায় বিষয়টি পরিষ্কার হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ