আগামী বছরের মার্চেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল নিয়ে রূপপুর প্রকল্প পরিদর্শনের পর অর্থ উপদেষ্টা বলেন, পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি মেনেই নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে এই প্রকল্প শেষ করার পক্ষে অন্তর্বর্তী সরকার।
তাই, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যেতে চায় সরকার। ঋণের সুদের বিষয়ে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
বিগত সরকার পনেরো বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন তিনি।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সাথে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক ও পুলিশ সুপার মোর্তজা আলীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।