মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে ভোট চলাকালে ফুলটন কাউন্টির জর্জিয়ার এই হুমকি আসলে সাময়িকভাবে দুইটি ভোটকেন্দ্র খালি করে দেয়া হয়। তবে সকাল ১০টার মধ্যে সেসব কেন্দ্রে আবার ভোটগ্রহণ শুরু হয়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, কাউন্টির নিবন্ধন ও নির্বাচনের পরিচালক নাদিন উইলিয়ামস মিডিয়াকে জানিয়েছেন, ভোটগ্রহণের সময় মোট পাঁচটি ভোটকেন্দ্রে এই হুমকি দেয়া হয়েছিল। হুমকির কারণে দুটি ভোটকেন্দ্র প্রায় ৩০ মিনিটের জন্য খালি করে রাখা হয়। পরে সকাল ১০টার মধ্যে সেখানে আবার কার্যক্রম শুরু হয়।
সাময়িক বন্ধ থাকার ক্ষতিপূরণ হিসেবে কাউন্টি কর্তৃপক্ষ এই দুটি ভোটকেন্দ্রের সময়সীমা রাজ্যের নির্ধারিত রাত ৭টা থেকে আরও ৩০ মিনিট বাড়াতে আদালত আবেদন করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। জর্জিয়ার স্টেট সেক্রেটারি ব্র্যাড রাফেন্সপার্গার মিডিয়াকে জানিয়েছেন, ফুলটন কাউন্টিতে হুমকিগুলো রাশিয়া থেকে এসেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এই কর্মকর্তা আটলান্টা জার্নাল-কনস্টিটিউশনকে জানান “তারা মজা করছে বলে মনে হচ্ছে”। তিনি আরও যোগ করেছেন, তারা চায় না যে আমাদের নির্বিঘ্ন, সুষ্ঠু ও সঠিক নির্বাচন হোক।
এদিকে বোমা হামলার হুমকির দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে এফবিআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দ্য ডেট্রয়েট নিউজের বরাতে বলেছে, নির্বাচন সংক্রান্ত হুমকি দেয়ার জন্য এফবিআই এজেন্টরা মিশিগানে দুইজনকে গ্রেপ্তার করেছে। মিশিগান-ভিত্তিক আউটলেট বলেছে যে এদের মধ্যে একজন সন্দেহভাজন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার এক পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল।
আইজ্যাক সিসেল নামের ওই ব্যক্তি রেডডিটে “শুটআপট্রাম্পর্যালি” ব্যবহারকারীর নামে পোস্ট করেছেন। পরে তদন্তকারীদের বলেছেন যে তিনি বিশ্বাস করেন “ট্রাম্প মারা গেলে সবকিছুই ভালো হতো”