বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপির দুগ্রুপের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি।
বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপির দুগ্রুপের সভা আহ্বান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের সামনে খাউলিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাড. আবদুস সালাম ও সাবেক সভাপতি সেলিম হাওলাদারের দুটি পক্ষ সভার আয়োজন করেছিল।
জানা যায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ কর্মসূচি দেওয়া হয়। তবে দুটি পক্ষ একই স্থানে সভা ডাকায় পরিস্থিতি মারমুখী হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাস্থলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সন্ন্যাসী বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ পেঁয়াজ আমদানি শুল্ক প্রত্যাহার
দাম কমাতে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো।
এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না থাকল না। এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
ঢাকার কয়েকটি খুচরা বাজারে দেখা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজের কেজি ১১০ থেকে ১১৫, তুরস্ক ও নেদারল্যান্ডের পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।