Tuesday, December 24, 2024

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা তপু নন্দী গ্রেপ্তার

আরও পড়ুন

রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার এজাহারনামীয় আসামী কোতোয়ালীর ৩৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তপু নন্দীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর ) রাতে কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় আসামি। গত ৫ আগস্ট কোতোয়ালী থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সাথে অংশগ্রহণ করে ভিকটিম মোঃ সুজন।

আরও পড়ুনঃ  ১৮০ দিনে কুরআন হাফেজ হলেন ১০ বছর বয়সী ইমদাদ

এ সময় আন্দোলনকারীদের উপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় ভিকটিম সুজনসহ আরও অনেকে হতাহত হন। সুজন বাদী হয়ে গত ০৩ নভেম্বর ২০২৪ তারিখে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামি তপু নন্দীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মৃত্যুর কারণ নিয়ে প্রচলিত ভুল ধারণা পাল্টে দিলেন গবেষকেরা

কোতোয়ালী থানার মামলায় গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ