বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ভারতের কলকাতার ফোর্ট উইলিয়ামে পৌঁছেছেন। রোববার (১৫ ডিসেম্বর) ভারতের গণমাধ্যম নিউজ ১৮ এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মতো ভারতও ১৬ ডিসেম্বরকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। এটি ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয় ও বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের দিন।
প্রতি বছরই বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা এ অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। ২০২২ সালে ২৯ জন মুক্তিযোদ্ধা ও ছয় জন সেনা কর্মকর্তা অংশ নেন। এবারও অন্তত আটজন মুক্তিযোদ্ধা ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন বলে জানা গেছে।
বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামে পুষ্পস্তবক অর্পণ, ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মাননা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। এছাড়াও সামরিক চিহ্ন আঁকাসহ বিভিন্ন স্মারক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৯ ডিসেম্বর (সোমবার) ঢাকায় দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন অংশ নেন।
উল্লেখ্য, এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে বিজয় দিবস উদযাপনে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।