Tuesday, December 24, 2024

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী

আরও পড়ুন

দলের কাছে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় লালমনিরহাটে বিএনপিতে যোগদান করেছেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী। শনিবার (২৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দেউতিরহাট স্কুলমাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাত ধরে দলে যোগদান করেন তারা।

বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন ও সম্পাদক মাইদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে বরণ করে নেন।

আরও পড়ুনঃ  রাতে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপিতে যোগ দেয়া পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন বলেন, জাতীয় পার্টিতে নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নাই। তারা শুধু নিজের কথাই ভাবেন, নিজের জন্যই রাজনীতি করেন।

বিএনপিতে যোগ দেয়া জাতীয় পার্টির নেতা এরশাদুল হক মাস্টার বলেন, জাতীয় পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। জাতীয় পার্টিকে সবসময় আওয়ামী লীগ বলিরপাঠা হিসেবে ব্যবহার করেছে। জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। আর এতে লাভবান হয়েছে দলের চেয়ারম্যান জিএম কাদের।

আরও পড়ুনঃ  আমরা ক্ষমতায় যেতে রাজনীতি করি না, পরিবর্তনের জন্য রাজনীতি করি

এ সময় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জেলা বিএনপিরসহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ