Monday, January 27, 2025

বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হ°ত্যা করল কয়েকজন ভারতীয়

আরও পড়ুন

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে ভারতের কয়েকজন নাগরিকের হাতে আহাদ আলী নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতের নাগরিক হায়দায় আলীর সঙ্গে আহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে ৫ গজ ভেতরে ঢুকে আহাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়।

আরও পড়ুনঃ  ঘুমন্ত ছোটভাইকে হত্যার পর বিষপান বড়ভাইয়ের

পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

আহাদের সঙ্গে ভারতীয় নাগরিক হায়দার আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ