Monday, December 23, 2024

বাংলাদেশে আশ্রয় নিল আরও ৫ বিজিপি সদস্য

আরও পড়ুন

একদিন না পেরোতেই জীবন বাঁচাতে আবারও বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৫ সদস্য। কক্সবাজার টেকনাফের খারাংখালী সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে।

রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার পরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং খারাংখালী এবং ঝিমংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছে।

এর আগে রোববার সকালে খারাংখালী সীমান্ত দিয়ে অস্ত্রসহ মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের ৯ জন সদস্য আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে একদিনে মোট ১৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুনঃ  এবার হল না, দেখা হবে নতুন ঈদে: জিম্মি নাবিক আতিক উল্লাহ

নতুন করে আরও কয়েক মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে জানিয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ভাষা সমস্যাসহ নানা কারণে আমরা সম্পূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে সবাই মিয়ানমারের বর্ডার পুলিশের সঙ্গে যুক্ত বলে জেনেছি। বিজিপির সদস্যরা আমাদের হেফাজতে রয়েছে।

এর আগে গত মার্চে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিলেন ১৭৭ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য। এরপর মিয়ানমার সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর আরও ৩ জন সদস্য তুমব্রু সীমান্তের কোণারপাড়া দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদেরকেও নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ঋণের প্রলোভনে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক

এ নিয়ে সর্বমোট ১৯৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ