Monday, December 23, 2024

বন্ধ থাকবে প্রাক–প্রাথমিক; কাল খুলছে প্রাথমিক বিদ্যালয়, ক্লাস হবে যখন

আরও পড়ুন

আগামীকাল রোববার (২৮ এপ্রিল) দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। তবে তীব্র গরমের কারণে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক নির্দেশনায় শনিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

প্রাথমিক বিদ্যালয় খুললেও গরমের কারণে পরিচালনা সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এক শিফটের বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  এবার প্রকাশ্যে ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদের পর গত ২১ এপ্রিল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট বিভাগ। পরে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে। এবার প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়েও সিদ্ধান্ত জানালো সরকার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ