Tuesday, December 24, 2024

ফ্লাইটে উঠেও বিদেশ যেতে পারলেন না বিএনপি নেতা মঞ্জুর

আরও পড়ুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে উঠেও বিদেশ যেতে পারলেন না কোতোয়ালি থানার বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। এস আলমের গাড়িকাণ্ডের ঘটনায় তার যাত্রা আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সৌদি আরবের মদিনাগামী একটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছিলেন তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে ওই বিএনপি নেতার বিদেশযাত্রা আটকে যায়। পাশাপাশি তিনি যে ভবনের ফ্ল্যাটে থাকেন, সেটির পার্কিং থেকে গত বুধবার রাত এস আলমের একটি গাড়ি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ‘গ্রাহকের কোটি টাকা’ মেরে স্ত্রী-সন্তানসহ কানাডায় পাড়ি ব্যাংক কর্মকর্তার!

জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার সানমার স্প্রিং গার্ডেন নামে একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে এস আলম গ্রুপের গাড়িটি জব্দ করা হয়। বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা।

এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে। ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন কোতোয়ালি থানার বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। সেখানে জব্দ করা ওই গাড়ি ছাড়াও আরও দুটি গাড়ি ছিল। পুলিশ যাওয়ার আগে এগুলো সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুনঃ  কৃষকলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, গোয়েন্দা সংস্থার আপত্তি থাকায় তাকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। তিনি ওমরাহ করতে সৌদি আরব যেতে চেয়েছিলেন। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আমরা তাকে যেতে দিইনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ