Monday, December 23, 2024

ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়: নুর

আরও পড়ুন

৫ আগস্টের আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা ও শহীদের স্মরণে দোয়া এবং ‘বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই। ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা মিছিল করছে।

আরও পড়ুনঃ  এক ঘণ্টার মধ্যে ধরে আনা হলো রাজুকে

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি। ৫ আগস্টের পূর্বে দল-মত নির্বিশেষে মানুষের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরছে। অভ্যুত্থানের শক্তিসমূহ এখন বিভক্ত।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গণঅভ্যুত্থানকারী শক্তিসমূহের এই বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারে অভ্যুত্থানকারী শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ