চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই জানিয়ে ১৫ দিন বয়সি মেয়েকে জীবন্ত দাফন করেছেন এক বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধের দায়ে এক বাবাকে রবিবার (৭ই জুলাই) গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন।
নিজের আর্থিক সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি।
পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশের পর নবজাতক শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।