Monday, December 23, 2024

পাকিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

আরও পড়ুন

পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখাইল জেলায় বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর দ্য ডনের।

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকার জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আগে থেকেই জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়কে ওত পেতে ছিলেন। তারপর বেশ কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয় তারা।

তিনি বলেন, পাঞ্জাব থেকে আসা ও যাওয়ার বাসগুলো থামিয়ে থামিয়ে তল্লাশি করে তারা। বাসে পাঞ্জাবের কোনো ব্যক্তি পেলেই নামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের প্রায় সবাই পাঞ্জাবের।

আরও পড়ুনঃ  ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

এই কর্মকর্তা আরও জানান, সশস্ত্র ব্যক্তিরা ১০টি গাড়িতে আগুনও দিয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠাতে শুরু করেছন।

বার্তা সংস্থা এএফপিকে নজীব কাকার জানান, নিহতদের মধ্যে তিনজন বেলুচিস্তানের। বাকিরা পাঞ্জাবের বাসিন্দা।

পাঞ্জাবের মানুষকে লক্ষ্য করে একই ধরনের হামলার প্রায় চার মাস পর মুসাখাইলে এই হামলা হলো। গত এপ্রিলে নোশকির কাছে একটি বাস থেকে ৯ জন যাত্রীকে নামিয়ে আইডি কার্ড চেক করার পরে তাদের গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

আরও পড়ুনঃ  ফুলবাড়িয়ায় ৫০ হাজার টাকার জন্য শ্বশুর-শাশুড়ি-স্ত্রী মিলে জামাইকে হত্যা

গত বছরের অক্টোবরে অজ্ঞাত বন্দুকধারীরা বেলুচিস্তানের কেচ জেলার তুরবাতে পাঞ্জাবের ছয় শ্রমিককে গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, টার্গেট করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতদের সবাই দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা। মূলত তাদের জাতিগত পরিচয়ের কারণে বেছে বেছে হত্যা করা হয়েছে।

এদিকে রেডিও পাকিস্তান জানিয়েছে, এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল্যবান প্রাণহানি হওয়ায় শোক ও দুঃখ প্রকাশ করে তারা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  নারিকেল গাছে 'মানবাকৃতি মুখ', চাঞ্চল্য সৃষ্টি!

এ ছাড়া বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। এক বিবৃতিতে সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ