Monday, December 23, 2024

পাকি*স্তানে উদ*যাপিত হলো মহান বিজয় দি*বস

আরও পড়ুন

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

আজ সোমবার দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকায়প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়। দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরয়ান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অন্যান্যের মধ্যে উপ-হাইকমিশনার মো. আমিনুল ইসলাম খাঁন বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।

এ ছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ