Monday, December 23, 2024

পরাজিত প্রার্থীর হামলায় ২ পুলিশ আহত, থানায় মামলা

আরও পড়ুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যেই মামলা করা হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরে কাপাসিয়া থানায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ১০ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে।

এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটে। আহত ডিবি পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল বিপ্রদাস ও কনস্টেবল মাহমুদুল হাসান। তারা গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  পান খেয়ে ১৮ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

শনিবার (৯ মার্চ) সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোবারক হোসেন (ঘোড়া প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও চেয়ারম্যান প্রার্থী ছিলেন আব্দুল হক।

পুলিশের গাড়িতে হামলার বিষয়ে আব্দুল হক বলেন, ফল ঘোষণার আগে আমার মার্কার কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এসব আমার কর্মীরা ভেতরে এনে দেয়ার চেষ্টা করে। এটা নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অতি উৎসাহী জনতা উত্তেজিত হয়ে গন্ডগোল সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  মুহূর্তেই ৬০০ টাকার তরমুজ হয়ে গেল ১৫০ টাকা!

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ