পবিত্র রমজানে মক্কায় মুসল্লিদের উপচে পড়া ভিড় হচ্ছে। এরই অংশ হিসেবে রমজানের দ্বিতীয় জুমার তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা এতটা বেড়ে গেছে যে, কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল সাড়ে তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়। খবর গালফ নিউজের
মাআলা এলাকায় মুসল্লিদের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন।
আল মাআলা মক্কার একটি প্রসিদ্ধ এলাকা। এখানে পুরোনো একটি কবরস্থান রয়েছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর অনেক সঙ্গী এবং ইসলামিক ব্যক্তিত্বের কবর রয়েছে এখানে। এছাড়া এই এলাকায় আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে।
পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি পবিত্র নগরী মক্কায় ভিড় করেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কেউ কেউ এখানে দীর্ঘ সময় অবস্থান করেন। এছাড়া রমজান মাস ওমরা পালনের জন্য আদর্শ মৌসুম এবং এ মাসেই রয়েছে ইতিকাফ করার সুযোগ। এজন্য রমজান মাস জুড়ে মক্কা মদিনায় ভিড় লেগেই থাকে।