Tuesday, December 24, 2024

নেতা কর্মীদের সাথে মত বিনিময় করলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম

আরও পড়ুন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ০৩-১২-২০২৩ইং রোজ:রবিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি কতৃক আয়োজিত

উপজেলার ডাঙ্গীবাজার অফিসে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন -বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজ

রহমান পলাশ , বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন ডন ইউপি সদস্য,আলহাজ্ব মোঃ বারেক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় পার্টি বালিয়াডাঙ্গী উপজেলা , মোঃ শামসুদ্দিন সভাপতি কৃষক পার্টি বালিয়াডাঙ্গী উপজেলা , মোঃ আলমগীর হোসেন সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ ঠাকুরগাঁও জেলা, উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি সাধারণত সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১আসনে স্বতন্ত্র প্রার্থী গণসংযোগে অধ্যক্ষ তাহমিনা মোল্লা

নুরুন্নাহার বেগম বলেন, পল্লী বন্ধু হুইসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে ঠাকুরগাঁয়ে যে উন্নয়ন সাধিত হয়েছে তা এই অঞ্চলের মানুষ ভুলে যায়নি ৷এই অঞ্চলের মানুষ পল্লীবন্ধু হুইসেন মোহাম্মদ এরশাদ এর শাসনামলে উন্নয়নের দিকে ফিরে যেতে চাই। আমাদেরকে সরকার ও নির্বাচন কমিশন বলেছে – সুষ্ঠু ভোট হবে এই মর্মে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি । সত্যিকার অর্থেই যদি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় – তাহলে আমি আশাবাদী বিজয় লাভ করব ।
এ সময় তিনি নেতা কর্মীদের সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার নির্দেশ দেন । ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে তার জন্য সহযোগিতা চান ।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে সাধারণ ভোটারদের পছন্দ আব্দুল কাইয়ুম পুষ্প

সুত্রঃ একুশে বার্তা

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ