Monday, December 23, 2024

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পেকুয়ায় ছাত্রদলের মশাল মিছিল

আরও পড়ুন

সারাদেশের ন্যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখা। ১ মার্চ (মঙ্গলবার) রাত ৮টার দিকে উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও কলেজ, মাদ্রাসা, স্কলের শতশত ছাত্রনেতা উপস্থিত হয়।

এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফারহাদ ছোছাইন সদস্য-সচিব মারুফুল ইসলাম সিঃ যুগ্ন আহবায়ক এম.ডি এরশাদ যুগ্ন আহবায়ক মোহাম্মদ রাজু যুগ্ন আহবায়ক সাঈদুর রহমান সাঈদীর নেতৃত্বে বিভিন্ন ইউনিট থেকে আগত শত শত নেতাকর্মীদের নিয়ে মশাল মিছিল করে। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে দলীয় কার্যালয় প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার পরিকল্পিত ভাবে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করে রেখেছে। দ্রব্যমূল্যের দাম ন্যায্য মুল্যে ফিরিয়ে না আনলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আরো কঠিন কর্মসূচি দিয়ে অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।

সুত্রঃ একুশে বার্তা

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ