Monday, December 23, 2024

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে পিটিয়ে হাত ভেঙে দিলো যুবদল নেতা

আরও পড়ুন

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য অনিক সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গজল রানী ভবানী রাজবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত অনিক সরকার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

আহত অনিক সরকার জানান, সন্ধ্যা সাতটার দিকে পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার সহযোগী মনি মোটরসাইকেলে করে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তাকে কাঠ দিয়ে আঘাত করলে ডান হাত ভেঙে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী দুজন চলে যায়।

আরও পড়ুনঃ  দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সহযোগী মনি জানান, বড় ভাই শিপলু তাকে দেখে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করে। এ সময় অনিক তর্কে লিপ্ত হলে তাকে একটি থাপ্পড় দেয়। এ ছাড়া অন্য কিছু নয়।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্ররা থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি জানিয়ে গেছেন। তারা লিখিত অভিযোগ দেবে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ