গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক তৌহিদ মণ্ডলের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। বুধবার (২৬ জুন) সকাল থেকে মেয়েটি তৌহিদ মণ্ডলের বাড়িতে রয়েছেন।
জানা যায়, ওই গ্রামের তাজু মণ্ডলের ছেলে তৌহিদ মণ্ডল পার্শ্ববর্তী গ্রামের স্নাতক ১ম বর্ষের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২১ জুন বিয়ের প্রলোভনে প্রেমিকাকে বাড়ি থেকে বের করে নিয়ে স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করে তারা। এক পর্যায়ে তৌহিদ বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
ওই তরুণী জানায়, ‘তৌহিদ আমার সর্বনাশ করেছে। সে বিয়ের আশ্বাসে একাধিক দিন বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করে এখন বিয়েতে অসম্মতি জানায়। আমাকে বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে জীবিত বের হব না।’
এ বিষয়ে তৌহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তৌহিদ বাড়ি নেই, সে আসলে তাদের বিয়ে পড়ানো হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থলে একজন সহকারী পুলিশ পরিদর্শক পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।