তীর্থ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ২২ পুণ্যার্থী প্রাণ হারিয়েছে। একটি ট্রাক্টারে করে তারা রওনা দিয়েছিল। কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে ওই ট্রাক্টরটি পুকুরে ডুবে। এতে সাত শিশুসহ ২২ জনের মৃত্যু হয়।
ভারতের উত্তর প্রদেশের কাদারগঞ্জের উদ্দেশে তীর্থ করতে বেরিয়েছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টরে করে তীর্থস্থানে যাওয়ার পথে কাসগঞ্জ এলাকায় পৌঁছতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ট্রাক্টরে মোট ৩০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে দু’জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য দুই লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।