নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ডজনেরও বেশি উচ্চপদস্থ কূটনীতিককে পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক বিভাগকে দ্রুত ঢেলে সাজানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের অভিষেকের আগে যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন এজেন্সির তৃতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তা জন বাস। তিনি রাজনৈতিক বিষয়ে ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে এশিয়া থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত নীতিমালা তদারকি করছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রানজিশন তদারক করা টিম বিভাগটির জনশক্তি এবং অভ্যন্তরীণ সমন্বয় তদারককারী তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে।
এছাড়াও আন্ডার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্তরের সমস্ত কর্মকর্তাদের পররাষ্ট্রমন্ত্রীর অধীনে পুরো দুই স্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।