মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একটি পারিবারিক ছবি পোস্ট করা হয়েছে যে ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে।
কারণ ছবিটিতে প্রযুক্তি মোগল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আছেন কিন্তু সেই ছবিতে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া উপস্থিত নেই। ছবিটি পোস্ট করেছেন ট্রাম্পের নাতনি কাই।
ট্রাম্পের পারিবারিক ছবিতে ইলন মাস্ক, নেই মেলানিয়া
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একটি পারিবারিক ছবি পোস্ট করা হয়েছে যে ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে।
কারণ ছবিটিতে প্রযুক্তি মোগল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আছেন কিন্তু সেই ছবিতে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া উপস্থিত নেই। ছবিটি পোস্ট করেছেন ট্রাম্পের নাতনি কাই।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে সরকার ও প্রশাসনে কাদেরকে সঙ্গে রাখতে পারেন, সে বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তার মধ্যে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নামও ছিল। ছবিটিতে দেখা যায় ইলন মাস্ক তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পের তহবিলে অনুদান দেয়াসহ রিপাবলিকানদের হয়ে প্রচার-প্রচারণাতেও ব্যাপকভাবে দেখা গেছে ইলন মাস্ককে। এমনকি ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো ক্লাবে নির্বাচনী রাতের উদ্যাপনের সময়ও মাস্ককে দেখা গেছে। ছেলেকে কোলে নিয়ে আছেন তিনি।
এদিকে কাই-এর পোস্টটি রিটুইট করেছেন ইলন। ক্যাপশনসহ ট্রাম্পের সঙ্গে তার নিজের ও ছেলের ছবি শেয়ার করেছেন। লিখেছেন ‘নোভাস অর্ডো সেক্লোরাম’।
একটি ল্যাটিন বাক্য যার অর্থ ‘যুগের একটি নতুন ক্রম।’