Monday, December 23, 2024

টাঙ্গাইলে আব্দুর রাজ্জাকের ওপর ডিম নিক্ষেপ, ১৫ দিনের রিমান্ড

আরও পড়ুন

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের দুটি হত্যা ও একটি ভাঙচুর মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১১ নভেম্বর) টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনজন বিচারক পৃথকভাবে এ রায় দেন।

টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন জানান, আজকে মোট তিনটি মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড দেয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগস্ট হামলার ঘটনায় একটি মামলা ও অপর দুটি হলো মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানিতে খুবই খুশি তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব।

আরও পড়ুনঃ  নির্বাচনে দেরি হলে আওয়ামী লীগের শক্তি বাড়বে: তারেক রহমান

অপরদিকে, সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে সাবেক মন্ত্রীকে আদালতে আনা হয়। এসময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন জানান, আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজ্জাকের উপযুক্ত বিচার চাই। এছাড়া যারা এখনও বাহিরে আছে তাদের শিগগিরই গ্রেপ্তারের দাবি জানাই।

আদালত সূত্রে জানা যায়, প্রত্যেকটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারকদ্বয় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রায়ের পর সাবেক মন্ত্রীকে জিজ্ঞসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ