Monday, December 23, 2024

টাকার প্রলোভনে শাহবাগে লোক ‘জড়োর’ চেষ্টা, মাহবুবুল আলম গ্রেপ্তার

আরও পড়ুন

এক লাখ টাকা ঋণের প্রলোভনে বিভিন্ন জেলা থেকে রাজধানীর শাহবাগে লোকজন জড়ো করার অভিযোগে মাহবুবুল আলম চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি সংগঠনের অন্যতম নেতা বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল সোমবার সিটিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে মাহবুবুল আলমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ‘চাঁদাবাজি বন্ধ করলে ৫শ টাকার কমে গরুর মাংস বিক্রি সম্ভব’

এতে আরও বলা হয়, সোমবার ভোরে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে রাজধানীর শাহবাগে সমবেত করার চেষ্টা করে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠন। প্রলোভনে পড়া ভুক্তভোগী ও শাহবাগ পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

মাহবুবুল আলম ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্যতম আহ্বায়ক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ