Monday, December 23, 2024

ঝালকাঠিতে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

আরও পড়ুন

ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১শে জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আনছার আলী হাওলাদার (৫৮) ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।

বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার তার বাড়িতে মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকেলে আসরের নামাজের আজান দেয়ার সময় মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুনঃ  ‘বাই বাই রাসেলস ভাইপার ওয়েলকাম পরীমণি’

আরও পড়ুনঃ বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ২ জনের মৃত্যু

আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে এক ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটারেরও বেশি। এই বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাজধানী। বুধবার(৩১শে জুলাই) সন্ধ্যায় প্রবল বৃষ্টি হয় দিল্লিতে।
বৃহস্পতিবারও (১লা আগস্ট) প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। দিল্লিজুড়ে অনেক রাস্তাই পানির নিচে চলে গেছে। দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইমস অব ইনডিয়ার তথ্য।

আরও পড়ুনঃ  সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে প্রবাসী তরুণের মর্মান্তিক মৃত্যু

দিল্লির গাজিপুরে তনুজা নামে এক নারী ও তার তিন বছরের ছেলে শিশু প্রিয়াংশ রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা যান। ভারী বৃষ্টির কারণে দশটি বিমানকে নামার অনুমতি দেওয়া যায়নি। এরপর আটটি বিমানকে জয়পুর ও দুইটি বিমানকে লাখনউ পাঠিয়ে দেয়া হয়।

দিল্লিতে বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দরকার না থাকলেমানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বন্যার্তদের জন্য ৪০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের

আগামী ৫ অগাস্ট পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী অতিশি জানিয়েছেন, প্রবল বৃষ্টি হতে পারে বলে সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ