রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘জাতীয় বেঈমান জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও একই রকম পোস্ট দেন।
এর পরপরই মূলত জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটল।সোস্যাল মিডিয়ায় রীতিমত ঝড় বইছে।আন্দোলনকারীরা বলছেন আসুক হাসিনা বাঁচিয়ে নিক জাপাকে।
মূলত হাসিনা নিজেই রয়েছেন পলাতক।তারা বলছেন হাসিনার মত এবার জাপাকে উৎখাত করেই তবে ঘরে ফিরবেন।এখন তারা দেখতে চাইছেন জাপার জন্য হাসিনা কি করেন।
তারা জাপাকে দেখছেন মাঠ থেকে কিক আউট হিসাবে।তারা মজা করে বলছেন এবার জাপার দায়িত্ব নিক হাসিনা।
তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায় নি।