Lযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে জয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। এমনকি প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের জাদুসংখ্যা ২৭০ এখনও ছুঁতে পারেননি ট্রাম্প। তবে তার জয় ঘোষণার পরই বিশ্বনেতারা একের পর এক অভিনন্দন জানাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।
কিয়ার স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
এক্স এ তিনি লেখেন, “নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। সামনে আমি আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। নিকটতম মিত্র হিসেবে আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও আমাদের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”
নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী
এক্স বার্তায় ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে লিখেছেন, “আন্তরিক অভিনন্দন বন্ধু, আসুন এবার আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য কাজ করি।”
বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু এক্স-এ লিখেছেন, “ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা।”
ইমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের প্রেসিডেন্ট
“অভিনন্দন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশ্বে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত,” ম্যাক্রোঁ এক্স-এ লিখেছেন।
ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেইনের প্রেসিডেন্ট
ট্রাম্পকে অভিনন্দন জানাতে এক্স এ পোস্ট করে তিনি লেখেন, ‘বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারের আমি প্রশংসা করি। তার নীতি কার্যকর হলেই ইউক্রেইনে শান্তি আসবে।”
মার্ক রুত্তে, নেটো মহাসচিব
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই। তার নেতৃত্বই হবে আবার আমাদের জোটকে শক্তিশালী করার চাবিকাঠি। আবারও তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
জর্জিয়া মেলোনি, ইতালির প্রধানমন্ত্রী
এক্সে ট্রাম্পকে ‘আন্তরিক অভিনন্দন’ জানিয়ে মেলোনি বলেন, “ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত এখন আমাদের বন্ধন আরও জোরদার হবে।”
ডিক স্কুফ, ডাচ প্রধানমন্ত্রী
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় এবং নেটোর মতো আন্তর্জাতিক প্রেক্ষাপটে উভয়ই নেদারল্যান্ডসের জন্য গুরুত্বপূর্ণ।”
এছাড়াও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন- জোনাস গাহর স্টোয়ার, নরওয়ের প্রধানমন্ত্রী; উলফ ক্রিস্টারসন, সুইডেনের প্রধানমন্ত্রী; কার্ল নেহামার, অস্ট্রিয়ান চ্যান্সেলর; ভিক্টর অরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী; পেত্র ফিয়ালা, চেক প্রধানমন্ত্রী; মার্সেল সিওলাক, রোমানিয়ার প্রধানমন্ত্রী; উলফ ক্রিস্টারসন, সুইডেনের প্রধানমন্ত্রী।
জোনাস গাহর স্টোয়ার, নরওয়ের প্রধানমন্ত্রী; মেটে ফ্রেডেরিকসেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী; নায়িব বুকেলে, এল সালভাদরের প্রেসিডেন্ট সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে অভিনন্দন জানান এবং একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।