Friday, January 17, 2025

জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে, স্বপ্নটা একটু বড়-ই

আরও পড়ুন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই বড় উদ্যোগের কথা জানান। স্ট্যাটাসে তিনি বলেন, ‘জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে।

তখন আন্তরিকভাবেই অনেক শুভাকাঙ্ক্ষী, একাডেমিক ও প্রাতিষ্ঠানিক এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নানা গুরুত্বপূর্ণ পরামর্শও আমি ইতিমধ্যে আপনাদের থেকে পেয়েছি।

আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই।’

আজহারি বলেন, আমরা চাই— জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে।

আরও পড়ুনঃ  শতবর্ষী বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে

যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামি মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।

ইংরেজিতে একটি কথা আছে— ‘ড্রিম বিগ’। হ্যাঁ, আমাদের স্বপ্নটা একটু বড়-ই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই।

পূর্ণতা দেয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আমরা শুধু প্ল‍্যানমাফিক প্রতিটা ডট কানেক্ট করে একটা লাইন তৈরি করতে চাই; স্বপ্ন পূরণের পথে যার কোনো একটা ডট হতে পারেন আপনিও।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ