Monday, January 27, 2025

জবি শিবির সেক্রেটারিকে হে°নস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আরও পড়ুন

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতার দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, গতকাল সন্ধ্যায় সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা রিয়াজুল ভাইকে হেনস্থা করেছে। এর আগে ছাত্রলীগ এমন ঘটনা ঘটিয়েছে। এখন আরেকটি দল একই আচরণ করতে চাইছে। ৫ আগস্টের পর একটি গোষ্ঠী নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাদের উচিত ছাত্রলীগের পরিণতির কথা মনে রাখা।

আরও পড়ুনঃ  বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতারা জগন্নাথের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আমাদের হৃদয়ে আঘাত করেছে। চাঁদাবাজি এবং হেনস্থা করা তাদের অধিকার নয়। শেখ হাসিনার শাসনে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইনি। রিয়াজুল শুধু ছাত্রশিবিরের সদস্য নন, তিনি জগন্নাথের একজন শিক্ষার্থী। তাকে আঘাত করা মানে পুরো জগন্নাথকেই আঘাত করা। আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হেনস্থা করা অত্যন্ত লজ্জার বিষয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে, সন্ত্রাসী শিক্ষার্থীদের ও তাদের পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের পে-টা-ল ছাত্রলীগ

প্রসঙ্গত, গতকাল সূত্রাপুর থানায় একটি সভা চলাকালে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল করেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। পরে ভুল বুঝতে পেরে তিনি রিয়াজুলের কাছে ক্ষমা চান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ