Monday, December 23, 2024

ছোট ভাইদের জীবন চলে গেছে, আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন; নিক্সন

আরও পড়ুন

আমাদের ছোট ছোট ভাইদের ও পুলিশের জীবন চলে গেছে আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫ টার সময় ফরিদপুরের ভাঙ্গায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) লাল ফিতা কেটে সিপিএসএইচডি হাসপাতালের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  এমপি আনারের মরদেহের ক্লু পেতে স্যুয়ারেজ লাইন ভাঙার অনুরোধ ডিবির

এসময় তিনি বলেন, আমাদের দেশে যেন কোন দুষ্কৃতকারী সন্ত্রাসী কোন রাজনৈতিক পেশায় পাগল তারা যেন কোন মানুষের উপর ভর করে আমাদের দেশ কে পেছাতে না পারেন। আমাদের দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে আর বেশিদিন লাগবেনা।

তিনি আরও বলেন, যদি এই অপশক্তি স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র না করে। যারা নিহত হয়েছে আমাদের ভাই, আপনাদের ভাই, আমাদের সন্তান তাদের পরিবারের প্রতি গার্ডিয়ানদের প্রতি যেন ধৈর্য শক্তি দেন আল্লাহ। তাদের যেন বেহেস্ত নসিব করেন আল্লাহ তাদের জন্য দোয়া চাই।

আরও পড়ুনঃ  মায়ের মরদেহের পাশ থেকে শিশু উদ্ধার, মিলছে না নাম-পরিচয়

সিপিএইচডি ভাংগা হেলথ্ কেয়ার লি. এর চেয়ারম্যান লিটন খানের সভাপতিত্বে ও জাকের পার্টির ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বায়েজীদ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সিপিএইচডি ভাংগা হেলথ্ কেয়ার লি. এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মাতুব্বর। জাকের পার্টির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ব্যাপারী।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাকের পার্টি চেয়ারম্যানের প্রতিনিধি মুফতি কাউছার আহমেদ চাঁদপুরী ।

আরও পড়ুনঃ  কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই: কাদের

এসময় বক্তব্যরা বলেন আমাদের কে আর চিকিৎসা নিতে যেতে হবে না। ভাঙ্গায় এখন অনেকগুলো প্রাইভেট হাসপাতালসহ সরকারি ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। এখানেই বড় বড় ডাক্তার আসবে এর ফলে রোগীরা ভাঙ্গাতে উন্নত চিকিৎসা পাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ