Monday, December 23, 2024

‘চিন্তা করো না মা, আমার কিছু হবে না’; মারা গেলেন গুলিবিদ্ধ সাজিদ

আরও পড়ুন

মারা গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতেতার মৃত্যু হয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিল সে। নিহত সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ’র শিক্ষার্থী।

গত ৪ আগস্ট মিরপুরে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। একপর্যায়ে মিরপুর ২ নম্বর এলাকায় হঠাৎ পুলিশের একটি গুলি তার মাথার পেছনে লাগে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা কি পদত্যাগ করেছিলেন?

মাথা ভেদ করে বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালের নেয়া হয়। ডাক্তাররাও বলেছিলেন সাজিদকে বাঁচানো কষ্ট হয়ে যাবে তাদের জন্য।

সে তার নিজের আত্মশক্তির বিশ্বাসে বেঁচে ছিলো বলেও জানিয়েছিলেন তারা।

সাজিদের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। আন্দোলনে থাকা অবস্থায় মায়ের সঙ্গে কথা হয়েছিল সাজিদের। তখন সাজিদ বলেছিলেন, ‘চিন্তা করো না মা, আমার কিছু হবে না’।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ