Monday, December 23, 2024

চট্টগ্রামে থানা হাজতে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হাজতে পরনের কাপড় খুলে দড়ি বানিয়ে আত্মহত্যা করেছেন মো. জুয়েল (২৬) নামে এক যুবক।

বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটে থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, জুয়েল চান্দগাঁও থানার খেজুরতলা এলাকার আবদুল মালেক ওরফে আবদুল মাবুদের ছেলে। কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালত থেকে জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সাধারণ মানুষকে সতর্ক করলো সাইবার-৭১

আত্মহত্যা সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, থানা হাজতে জুয়েল একা ছিলেন। হাজতের সামনেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। বুধবার ভোর ৬টা ২২ মিনিটের দিকে জুয়েল তার পরনে থাকা শার্ট খুলে ফেলেন।

এরপর এটি হাজতের লোহার শিকলের সঙ্গে পেঁচিয়ে দড়ি বানান। হাজতের ভেতরে থাকা বাথরুমের দেয়ালে ওঠে রশি ভেন্টিলেটরের সঙ্গে লাগিয়ে গলায় ফাঁস দেন জুয়েল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

আরও পড়ুনঃ  ‘যাদের জরায়ু নেই তাদের জ্ঞান দেওয়ারও প্রয়োজন নেই’

তিনি বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ