Tuesday, December 24, 2024

‘গুলি করি, মরে একটা…একটাই যায় স্যার, বাকিডি যায় না’

আরও পড়ুন

আসাদুজ্জামান খান কামাল নির্বিকার, তবে মনোযোগী। তার পাশে দাঁড়িয়ে আছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব মো. জাহাংগীর আলম। একটি মুঠোফোনে কিছু দেখছেন তারা।

যার কাঁধের ওপর দিয়ে ভিডিও করা হয়েছে এই দৃশ্য, তিনি আর কেউ নন, তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ভিডিওটিতে ইকবাল নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য জানাচ্ছিলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার ওপর চালানো গুলির পর সার্বিক পরিস্থিতি কী দাাঁড়াচ্ছে।

আরও পড়ুনঃ  গভীর রাতে লালবাগ থানা ঘেরাও করে ছাত্র-জনতার বিক্ষোভ

গণহত্যাকাণ্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে ইকবাল সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে বলছিলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

৪৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে, ইকবালের বর্ণনা শুনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের চেহারায় কোনো পরিবর্তন নেই। ভাবলেশহীন আসাদুজ্জ্মানের পাশে দাঁড়িয়ে নিরবে অবস্থান করছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব।

আরও পড়ুনঃ  ছাত্র-জনতার গণমিছিল আজ

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এ ঘটনায় তীব্র সমালোচনা করছেন নেটিজেন। তারা বলছেন, কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে।

আর এমন ঘটনার নীরব সাক্ষী স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম বর্তমানে দায়িত্ব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ তার পদত্যাগও দাবি করেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ