Sunday, December 22, 2024

গাজীপুরে বিএনপি নেতা*কে দল থেকে বহিষ্কার

আরও পড়ুন

গাজীপুরের শ্রীপুরে মো. রাসেল মোড়ল (৩৫) নামের এক বিএনপি নেতাকে দলের প্রাথমিক পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত বিএনপি নেতা রাসেল মোড়ল জেলা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা এবং বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম বলেন, গত ৫ আগস্ট আ’লীগ সরকারের বিদায়ের পরপরই বহিষ্কৃত বিএনপির নেতা রাসেল মোড়ল দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে ব্যাপকভাবে জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ  ভোরে রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

এ বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমান মিলেছে। তাই তাকে বিএনপির সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ