Monday, January 13, 2025

খেজুর রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লো*গান, অতঃপর…

আরও পড়ুন

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়ায় পৌরসদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- আরমান মিয়া (১৯), আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আবু সুফিয়ান শাওন (১৯), আরফিন শুভ (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), আশিকুর রহমান একান্ত (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), অমিত (১৮), জয় বর্মন (১৮) এবং একজন কিশোর। তাদের সবার বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, তদন্তের নির্দেশ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শীত মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া খেজুরের রস পাওয়া যায়। সেই রস পান করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন।

সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জনের একটি দল আসে। এসময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ