Monday, December 23, 2024

খালেদা জিয়ার বাসায় পাকিস্তানের হাইকমিশনার

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় একটি কূটনৈতিক কর্মসূচি রয়েছে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ প্রমুখ।

আরও পড়ুনঃ  ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন আতপ চাল

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ (সকল পদ স্থগিত)।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় এসেছে। এছাড়া স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং পারিপার্শ্বিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে-অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ