Monday, December 23, 2024

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন করেছে পরিবার

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করেছে তার পরিবার। বেগম খালেদা জিয়ার ভোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন।

গত ৬ মার্চ করা এ আবেদনে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং তার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চাওয়া হয়েছে। এর আগে, বেশক’বার একই আবেদন করা হলেও ইতিবাচক ফল পায়নি খালেদা জিয়ার পরিবার। সবশেষ গেলো সেপ্টেম্বরের আবেদনও নাকচ করে সরকার।

আরও পড়ুনঃ  ‘আমরা সমর্থন প্রত্যাহার করলে আ.লীগ আপনাদের টুকরো টুকরো করবে’

গত বুধবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। একদিন পর বৃহস্পতিবার রাতে আবার বাসায় ফেরেন তিনি। সেদিনও তার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে নির্বাহী আদেশে বাসায় থাকার ও চিকিৎসার অনুমতি দেয় সরকার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ