Sunday, December 22, 2024

কারচুপি করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু!

আরও পড়ুন

সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন ভারতের গুকেশ ডোমারাজু। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন তিনি। ১৮ বছর বয়সী গুকেশ জিতেছেন৭.৫-৬.৫ স্কোরে। কিন্তু তার এ অভাবনীয় অর্জন নিয়ে উঠেছে বিতর্ক।

রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভ অভিযোগ করেছেন, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন। যে কারণে ফিডেকে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। এক সংবাদ সংস্থা এমনটা জানিয়েছে।

ফিলাতভের দাবি, ম্যাচের স্বচ্ছতা নিশ্চিত করা ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (এফআইডিই) অধিকতর তদন্ত প্রয়োজন।

আরও পড়ুনঃ  আগস্টে যে অব*স্থানে ছিল, তার চেয়ে ৭ ধাপ এগি*য়েছে বাংলা*দেশ

ফিলাতভ অভিযোগ করে বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডের তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা একজন প্রথম শ্রেণীর দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চীনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।’

গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ হারিয়ে দেন লিরেনকে। ১৪তম ক্লাসিক্যাল ম্যাচটি জিতেন ভারতীয় দাবাড়ু। ১৩তম ম্যাচ শেষে দু’জনের পয়েন্ট সমান ছিল। শেষ ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ