Monday, December 23, 2024

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

আরও পড়ুন

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না নিম্নআয়ের মানুষ। দাম শুনেই হেঁটে চলে যান অনেকেই। তবে এ রমজানে তারা চাইলেই ১০০ গ্রাম ওজনে মাংস কিনতে পারবেন রাজধানীর কারওয়ান বাজার কামারপট্টিতে। দোকানের মালিক শাহ পরান এনটিভি অনলাইনকে বলেন, একজন ক্রেতা চাইলেই সর্বনিম্ন ১০০ গ্রাম গরুর মাংস নিতে পারবেন। দোকানে এসে বললেই ক্রেতাকে ১০০ গ্রাম মাংস মেপে দেবেন বিক্রেতারা।

তবে কারওয়ান বাজার ঘুরে দেখা গেল, হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। তবে শাহ পরানের দোকানে গরুর মাংসের কেজি ৭৮০ টাকা করে। বাড়তি দামের ব্যাপারে জানতে চাইলে শাহ পরান বলেন, ১০০ গ্রাম মাংসের সাথে হাড় দেওয়া যায় না, আর তেলচর্বিও না। তাই আমি দাম রাখছি ৭৮০ টাকা।

আরও পড়ুনঃ  নির্বাচন কবে হবে, যা জানালেন ড. ইউনূস

শাহ পরান আরও জানান, প্রতিদিন তিনি ৩০০ থেকে ৩২০ কেজি মাংস বিক্রি করেন।

বাজার করতে আসা কামরুল ইসলাম বলেন, ‘প্রায়ই নিম্নআয়ের মানুষদের মাংস কিনতে এসে ফিরে যেতে দেখেছি। তাঁদের জন্য এখন সুবিধা হবে। যাঁদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাঁরা চাইলে এখন অল্প পরিমাণে কিনে খেতে পারবেন।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ