বাংলাদেশি জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটির ওপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী।
আজ শনিবার এমন তথ্য জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।
তিনি বলেন, ‘ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী ইতিবাচক পদক্ষেপ নেবে।’
এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যু বিরোধী আক্রমণে ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
তিনি জানান, আগে প্রতিদিন ৫৪-৫৫টি জলদস্যু বিরোধী জাহাজ থাকত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-৬৫টিতে।
হরি কুমার বলেন, ‘ভারতীয় নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট। ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে?’
এদিকে ভারতীয় নৌ কমান্ডোদের হাতে গ্রেপ্তার ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার (২৩ মার্চ) মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে। মাল্টিজ পতাকাধারী এমভি রুয়েন গত ডিসেম্বরে ছিনতাই হয়।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে ‘আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে।
ভারতের আইন অনুযায়ী, তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করাদণ্ড হতে পারে।