Tuesday, December 24, 2024

আসামি ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

আরও পড়ুন

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে ত্রিশাল থানা পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৭ মার্চ) ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, এসআই ইসমাইল হোসেন, এএসআই গোলাম রসুল ও রাকিবুল ইসলাম।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা আক্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে ধরতে যান ত্রিশাল থানার তিন পুলিশ।

আরও পড়ুনঃ  মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ

এ সময় বেদেনা আক্তারের ছেলে হারুন মিয়া অতর্কিত হামলা করে পুলিশ সদস্যদের ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।

ত্রিশাল সার্কেল এসপি অরিত সরকার জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ