প্রিজনভ্যানের ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকিয়ে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বললেন, ‘বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো?’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপ প্রিজনভ্যানে ওঠেন জুনাইদ আহমেদ পলক। এরপর আরও কয়েকজনকে সেই গাড়িতে ওঠানো হয়। ভ্যানটি ছাড়ার পরপর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান সাবেক প্রতিমন্ত্রী। এ সময় গণমাধ্যমকর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, ভালো আছেন আপনি? কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই, ইন্টারনেট আছে? এসময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো?… আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকলেই ভালো’।
তারপর পলকসহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়।
এর আগে আজ জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়।
সে অনুযায়ী আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।